Ruqyah centre: Online Ruqyah Service for all countries.

রুকইয়াহ কী?রুকইয়াহ বলতে কী বোঝায়? রুকইয়াহ লক্ষণ সমূুহ কি কি? কিভাবে রুকইয়াহ করবেন?what are the kinds of ruqyah?
Who is Raqi, a spiritual healer or a physician? Techniques of ruqyah?
रुक्याह क्या है? रुक्या तीन प्रकार के होते हैं:
रकी कौन है, आध्यात्मिक उपचारक या चिकित्सक?
यह ध्यान दिया जाना चाहिए कि छूने के तरीके उन पुरुषों और महिलाओं के बीच संपर्क के लिए उपयुक्त नहीं हैं जो महरम नहीं हैं। (टिम हंबल)
রুকইয়াহ কী? রুকইয়াহ বলতে কী বোঝায়?

উত্তরঃ ব্যবহারিক অর্থে রুকইয়াহ শারইয়াহ বলতে ‘ইসলামসম্মত ঝাড়ফুঁক’ বুঝায়। রুকইয়ার পারিভাষিক অর্থ হল, “কোরআনের আয়াত, আল্লাহর নামের যিকর, হাদিসে রাসূল ﷺ অথবা সালাফে সালেহীন থেকে বর্ণিত দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে কোন বিপদ থেকে মুক্তি চাওয়া কিংবা রোগ থেকে আরোগ্য কামনা করা।” একদম সহজে বললে, রুকইয়াহ হলো বদনজর, জ্বীন, যাদু ইত্যাদি প্যারানরমাল সমস্যার পাশাপাশি কিছু শারিরীক অসুস্থতার জন্য ইসলাম সম্মত ঝাড়ফুক বা চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসায় সাধারণত কুরানের আয়াত ও হাদীসে বর্ণিত দুয়া পড়ে সরাসরি ঝাড়ফুঁক করা হয়, অথবা পানি, মধু, তেল ইত্যাদিতে ফুঁ দিয়ে ব্যবহার করতে বলা হয়

©রুকইয়াহ সাপোর্ট বিডি

# রুকইয়াহ বা চিকিৎসা নেওয়ার দুইটা সিস্টেম বা পদ্ধতি রয়েছে , এক , সরাসরি রুকইয়াহ করা , দুই সেল্ফ রুকইয়াহ করা
#সরাসরি রুকইয়াহ হলোঃ-
রোগী রাক্বির সামনে বসে থাকবে আর রাক্বি রোগীর কানের কাছে উচু আওয়াজে কোরআনের রুকইয়াহর আয়াত,হাদীসে বর্ণিত দোয়া এবং ইত্যাদি জায়েজ দোয়া গুলো তেলাওয়াত করতে থাকবেন। রোগীর যদি জিনের সমস্যা থাকে তাহলে হয়তো জিন হাজির হবে অথবা পালিয়ে যাবে। জিন হাজির হলে রাক্বী জিন কে চলে যেতে বলবেন। যদি সহজে যেতে না চায় তাহলে যেতে বাধ্য করবেন। আর যদি হাজির না হয়ে পালিয়ে যায় তবে আলহামদুলিল্লাহ কারণ শত্রুর মোকাবেলা না করাই ভালো। জিন শয়তান হচ্ছে মানুষের শত্রু।
আর যদি জিনের সমস্যা না থাকে শুধু জটিল যাদু টোনার সমস্যা থাকে তাহলে তো আর জিন হাজির হবেনা। তখন শুধু যাদু, বান ধ্বংসের বা কাটার জন্য রুকইয়াহ করবেন। পড়া পানি খাওয়াবেন এতেই আস্তে আস্তে যাদুটোনা ধ্বংস হয়ে যাবে আল্লহর রহমতে। এরপরও সম্পুর্ন সুস্থ হওয়া পর্যন্ত সেল্ফ রুকইয়াহ চালিয়ে যেতে হবে।
#সেল্ফ রুকইয়াহ হলোঃ-
সেলফ (self) একটি ইংরেজি শব্দ। যার অর্থ হল নিজ/নিজে। সুতরাং, সেলফ রুকইয়াহ অর্থ হলো নিজে নিজে রুকিয়া করা। নিজে নিজে যা রুকইয়াহ অথবা দুআ অথবা ঝাড়ফুঁক করে তাকেই সেলফ রুকইয়াহ বলে। সুতরাং সেল্ফ রুকইয়াহ মানে নিজে নিজে রাকি/চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রুকইয়াহ বা আমল করা।

সরাসরি রুকইয়াহ চিকিৎসা নিতে কল করুন

রুকইয়াহ সেশন ফি/ খরচ কল দিয়ে জেনে নিবেন।

আমাদের হিজামা ও রুকইয়াহ সেন্টার, ঢাকা তে অবস্থিত।

রুকইয়াহ লক্ষণ সমূহ পড়বেন এবং কি কি মিলে তা জানাবেন।

২-১ টা মিলে গেলে সমস্যা নাই। ৪-৫ টা বা তার অধিক মিলে গেলে মাসনুন আমল করুন প্রয়জনে অভিজ্ঞ রাকির পরামর্শ অনুযায়ী সেল্ফ রুকইয়াহ করুন।