প্রশ্ন: সুস্থ হওয়ার জন্য কত বার রুকইয়াহ করতে হয় বা কত সেশন লাগে?
উত্তর:
আল্লাহ ভালো জানে,এটা ফিউচারের বিষয়, কত বার রুকইয়াহ করলে আল্লাহ আপনাকে সুস্হ করবে।
এটা নির্ভর করে রোগীর সমস্যার দৈর্ঘ প্রস্হ ও জটিলতার উপর।
১. যেমন রোগী সমস্যা শুরুর সাথে সাথে রুকইয়াহ করলে ১ বার করলেই অনেকে সুস্হ হয়ে যায়। কিন্তু বছর বা মাস গড়ালে একাধিকবার করার দরকার হয়। উদাহরণ – কেন্সারের সমস্যা শুরুতে ধরা পড়লে চিকিৎসায় ভালো হয়, শেষ পর্যায়ে হলে ঝুঁকি বেড়ে যায়।
কিছুদিন আগে একজন ডায়াগনোসিস রুকইয়াহ করার সময় অনেকটা সুস্হ হয়ে গেছে।
২. রোগীকে দেওয়া সেল্ফ রুকইয়াহ করার উপর, যারা রাক্কীর প্রেসকিবশন ভালো ভাবে ফলো করে এবং বেশি বেশি আমল করে তারা সমস্যা জটিল হলেও দ্রুত সুস্হ হয়।
বিগত মাসগুলোতে আমরা ধারনা করছি অনেক গুলো সেশন লাগতে পারে, কিন্তু ১ সেশন করার পর কিছুদিন সেল্ফ রুকইয়াহ করে জানিয়েছে যে তারা সুস্হ।
৩. সমস্যার ধরন অনুযায়ী – যেমন বদনজর বা যাদুর সাথে জীনের সমস্যা না থাকলে ১ বার করেই সুস্হ হওয়া যায়, কিন্তু জিন জড়িত থাকলে একাধিকবার করার দরকার হতে পারে।
৪. ছোট কাল থেকে আশেক জিনের সমস্যা থাকলে একাধিকবার করার দরকার হয়।
5. কিছু কিছু যাদু যাহা বার বার নবায়ণ হয় সেক্ষেত্রে বেশি রুকইয়াহর প্রয়োজন হয়। একসাথে একাধিক যাদু এবং একাধিক যাদুকর কর্তৃক করা যাদু। কবরে বা মাটিটে পুঁতা একাদিক যাদু, তালাযুক্ত যাদু, পুতুল,মানুষ বা পশুপাখির হাড়,পিন, নাপাক বস্তু ব্যবহৃত যাদু , ইবলিশ ও দাজ্জাল পুজারি ইফরিদ মারিদের খাদেম যাদুকর শয়তানকে দেহে বন্ধি করা এবং অসুস্হ বা হত্যার জন্য জীন যাদু। এ ছাড়া নরমাল যাদুর চিকিৎসার জন্য তাবিজ কবজ ব্যবহার করলে ও যাদুকরের কাছে গেলে যাদু জটিল হয় এবং একাধিক সেশন দরকার পড়ে।
6. বিচ্ছেদের যাদুর ক্ষেত্রে দুইজন উপস্থিত থাকলে সেশন কম লাগে, যদি কোন একজন উপস্হিত থাকে আরেকজন না থাকে তবে অনেক সময় একজন দ্রুত সুস্হ হয় আরেকজন দেরিতে। আনেক সময় উপস্হিত ব্যাক্তি দ্রুত সুস্হ হয়।
7. যারা কুরআন পড়তে পারে না, তাদের সেশন বেশি লাগতে পারে। তবে সাপ্লিমেন্ট ব্যবহার করলে তাড়াতাড়ি সুস্হ হয়।
৭ মাস্তিস্ক নষ্ট করা যাদুর খাদেম শয়তান শরিরে থাকলে সমস্যা বেশি জটিল হয় এবং এ ধরনের রোগীদের রুকইয়াহ করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
৯ কিছু রোগী সহজে সুস্হ হয় না। যারা মারাক্ত ওয়াসওয়াসার কারনে বারবার চিকিৎসক পরিবর্তন করে, প্রেসকিবশন মানে না, মাসনুন আমল করে না, রাক্কীর সাথে যোগাযোগ করে পরে জানাবো বলে রুকইয়াহ করা ভুলে যায়, রাক্কীর পরামর্শ অনুয়ায়ী সঠিক সময় রুকইয়াহ না করে নিজের ইচ্ছা হলেই যখন তখন রুকইয়াহ করে।
বিগত বছরে যা দেখা গিয়েছে।
★বদনজর বা শুধু নরমাল যাদুর ক্ষেতে ৯০ % লোক ১ সেশন করে, ১-২ মাস সেল্ফ রুকইয়াহ করে সুস্হ পরিপূর্ন হয়েছিল।
★হাসাদের ক্ষেত্র খাদেম থাকলে ৩ টা, খাদেম না থাকলে ১ টা সেশন করে পরিপূর্ণ সুস্হ হয়েছিল।
★কবরে বা মাটিতে পুঁতা যাদুর ক্ষেতে ১-৩ টা সেশন দরকার হতে পারে, তবে কিছু কিছু ক্ষেতে তার বেশি ও লাগতে পারে।
★ বিচ্ছেদের যাদুর ক্ষেতে ১-৩ টা প্রয়োজন অনুযায়ী।
★আশেক জিন ও পাগল হওয়ার যাদু + ওয়াসওয়াসা একসাথে, মেজাজ গরম, বিছানায় থাকে, ৩০+ অবিবাহিত এ ধরনের রোগীকে কত সেশন করতে হয়,তা আল্লাহ ভালো জানে।
একাদারে কয়েকদিন রুকইয়াহ করার দরকার হয়।
★আশেক জিন,
নতুন ধরলে ২-১ টা সেশন দরকার হয়।
★ পুরাতন হলে ৩-৭ বার ও করার দরকার হয়। মেয়েদের থেকে ছেলেদের সেশন বেশি লাগে।
★ পেটের যাদু ও বার বার নবায়ন হলে একাধিকবার করা লাগে।
★ আয় উন্নতির যাদুর ক্ষতে ১-৩ টা লাগতে পারে।
★ জীন যাদু ও বদনজ সহ একাধিক সমস্যা থাকলে কমপক্ষে ৩ টা করা সেশন দরকার হতে পারে। তবে অনেকে ১ বার করে ও সুস্হ।আবার অনেকের আরও বেশি লাগে যখন বার বার যাদু করে এবং তালা মেরে নদীতে ফেলে বা প্রানির হাড় বড়িতে রেখে যায় বা কোন কিছু কবরে গাড়ে তাবিজের সাথে। তখন বলা যায় না কত সেশন লাগবে।
মোট কথা আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ অনেক সময় জটিল রোগীকেও ১ সেশন সুস্হ করে দেয় আবার অনেক সময় অল্প সমস্যার জন্য বার বার করা লাগে। কত সেশন লাগে এমন প্রশ্ন না করে যখন প্রয়োজন হবে তখন করবেন।
১ বার করার ১-২ মাস সেল্প রুকইয়াহ করবেন। যদি পুরোপুরি সুস্হ হয়ে থাকেন তখন ২ মাস সেল্ফ রুকইয়াহ করে মাসনুন আমল চালিয়ে যাবেন।
আর যদি ১ বার করার পর সমস্যা বাড়ে তবে পর পর কযেক্টা সেশন করাবেন বা শক্তভাবে মাসনুন আমল করবেন। যদি ১ বার করার পর কিছুদিন ভালো থাকি আবার সমস্যা শুরু হয় তবে ৭-১৫ দিন পর পর একটা সেশন নিতে থাকবেন এবং সুস্হ হলে দুই মাস সেল্ফ রুকইয়াহ করে মাসনুন চালিয় যাবেন।
যদি অর্থিক সমস্যার কারনে বার বার আসা সম্ভব না হয়, তবে ১ টা সেশন নিয়ে শক্তভাবে সেল্ফ রুকইয়াহ চালিয়ে যাবেন। কখন বুঝবেন সমস্যা নাই? যদি রুকইয়াহ করার ১ মাস পরে হিসাব করে দেখেন আগের মত তেমন কোন লক্ষণ মিলে না, সরাসরি রুকইয়াহ ডায়াগনোসিস করার সময় ও কোন ইফরক্ট হয় না বা রুকইয়াহ করার পর শরির হাল্কা বা সতেজ লাগছে।